প্রথমত আমরা ধাপে ধাপে এ কমান্ডগুলো termux এ বসিয়ে ইনটার করব
termux> termux-setup-storage
termux> pkg install wget
termux> git clone https://github.com/grayhatbangladesh/Kali-Install-Rootless
termux> cd Kali-Install-Rootless
termux> chmod +x install-nethunter-termux
termux> ./install-nethunter-termux
যখন আমাদের কালি লিনাক্স এর ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে তখন আমরা ( ctrl + c ) কেটে দেব এবং লিংক কপি করব

এবং আইডিএম ব্যবহার করে ম্যানুয়ালি ডাউনলোড করব. | এরপরে আমাদের কাজ হচ্ছে ফাইল থেকে termux এর ভিতর নিয়ে আসব | এরপর আমাদের স্ক্রিপ্ট রান করবো | যখন আমাদের এখানে ফাইল এক্সট্রাক করার অপশন আসবে আমরা N করে দিব তাহলে আমাদের ফাইল এক্সট্রাক করা শুরু হবে পরবর্তী অপশনটিতেও আমরা এন করে দেব | তাহলে আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে কিন্তু একটি সমস্যা বিদ্যমান এটি ফিক্স করার জন্য নিচের কমান্ডগুলো লিখে এন্টার করলেই ফিক্স হয়ে যাবে |
termux > mkdir chroot
termux > mv kali-armhf/ chroot/
termux> ./install-nethunter-termux
যে কয়েকটা পারমিশন চাইবে সবগুলাই আমরা এন লিখে এন্টার দিবো | ALL DONE
আপনার জন্য আমার উপদেশ অবশ্যই আমার ভিডিও দেখে দেখে কাজ করবেন আমার লেখা পড়েই কাজ করতে যাবেন না এখানে আমি সব বিষয়ে উল্লেখ্য করিনি কিন্তু ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়েছি