Gray Hat Bangladesh Official

How To Install Kali Nethunter In Termux (All Error Fixed)

প্রথমত আমরা ধাপে ধাপে এ কমান্ডগুলো termux এ বসিয়ে ইনটার করব

termux> termux-setup-storage

termux> pkg install wget

termux> git clone https://github.com/grayhatbangladesh/Kali-Install-Rootless

termux> cd Kali-Install-Rootless

termux> chmod +x install-nethunter-termux

termux> ./install-nethunter-termux

যখন আমাদের কালি লিনাক্স এর ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে তখন আমরা ( ctrl + c ) কেটে দেব এবং লিংক কপি করব

এবং আইডিএম ব্যবহার করে ম্যানুয়ালি ডাউনলোড করব. | এরপরে আমাদের কাজ হচ্ছে ফাইল থেকে termux এর ভিতর নিয়ে আসব | এরপর আমাদের স্ক্রিপ্ট রান করবো | যখন আমাদের এখানে ফাইল এক্সট্রাক করার অপশন আসবে আমরা N করে দিব তাহলে আমাদের ফাইল এক্সট্রাক করা শুরু হবে পরবর্তী অপশনটিতেও আমরা এন করে দেব | তাহলে আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে কিন্তু একটি সমস্যা বিদ্যমান এটি ফিক্স করার জন্য নিচের কমান্ডগুলো লিখে এন্টার করলেই ফিক্স হয়ে যাবে |

termux > mkdir chroot

termux > mv kali-armhf/ chroot/

termux> ./install-nethunter-termux

যে কয়েকটা পারমিশন চাইবে সবগুলাই আমরা এন লিখে এন্টার দিবো | ALL DONE

আপনার জন্য আমার উপদেশ অবশ্যই আমার ভিডিও দেখে দেখে কাজ করবেন আমার লেখা পড়েই কাজ করতে যাবেন না এখানে আমি সব বিষয়ে উল্লেখ্য করিনি কিন্তু ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়েছি

ভিডিও দেখতে ক্লিক করুন

Scroll to Top